1. admin@drstisimana.com : admin :
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
রামচন্দ্রপুর মেম্বার পদপ্রার্থী জাকারিয়া খানকে সকলে চায়। আড়ানী বিট পুলিশিং এর আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। রেকর্ড জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ।। ফাইতং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিট পুলিশ মতবিনিময় সভা। কবি মোঃ রাসেল হাসান এঁর কবিতা ‘মনের ভিটা’। বিনোদপুর ইউনিয়ন বাসী নৌকার প্রার্থী হিসেবে শরীফুল মাষ্টারকে চান। উলিপুরে ক্ষতিগ্রস্থ মন্দির ও পরিবারের মাঝে চেক বিতরণ। জলঢাকায় ডাভ সেলফ এস্টিম প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত। সনাতন সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ। বাড়ি ঘরে অগ্নি-সংযোগ কারীদের বিরুদ্ধে গাজীপুরে মানববন্ধন।

করোনা মৃত্যু ৩৬ জন, শনাক্ত ১৭১০ জন।

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে:

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৪৫০তম দিনে শেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। করোনায় গত মাসের ১৯ তারিখ সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল রোববার ৩৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষায় এক হাজার ৭১০ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৩ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৪৮৫ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন আট লাখ ৫৪০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৭ জনসহ মোট সাত লাখ ৪০ হাজার ৩৭২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩৬ জন মৃত্যু বরণ করেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে (সরকারীতে ২৮ জন, বেসরকারীতে ৬ জন) ও দুই জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১২ হাজার ৬১৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত নয় হাজার ১১৩ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭২ দশমিক ২২ শতাংশ এবং তিন হাজার ৫০৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৭৮ শতাংশ।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব চার জন, চল্লিশোর্ধ্ব পাঁচ জন, পঞ্চাশোর্ধ্ব নয় জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে নয় জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে আট জন, খুলনা বিভাগে ছয় জন ও সিলেট বিভাগে এক জন। করোনা ভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৭ কোটি দশ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ কোটি ৩১ লাখের বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের এখান থেকে কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমাদের এখানে প্রচারিত সংবাদ সম্পূর্ণ আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোন প্রকার মিথ্যা নিউজ হলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পূর্ণ দায়ী থাকিবে নিউজ পেরন কারী সাংবাদিক। (মানবিক দৃষ্টি সীমানা ফাউন্ডেশন এর একটি প্রতিষ্ঠান) 
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It